হত্যাচেষ্টা মামলার রাজ স্বাক্ষী হওয়ায় ওসামার ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক
বগুড়া প্রতিনিধিঃ
শরীয়তপুর থেকে এসে বগুড়ায় হত্যাচেষ্টা মামলার রাজ স্বাক্ষী এক যুবককে কুপিয়ে জখম করেছে আসামি। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবক এ.কে.এম ওসামা (২০), শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে। হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, ‘হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশি অভিযান শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।’
আহত ওসামার পরিবারের দাবি, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামের এক ব্যক্তি এ হামলার পেছনে জড়িত। আহত ওসামা একটি ভিডিওতে দাবি করেছেন, জুয়েল তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলার রাজ স্বাক্ষী হওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছেন।
ওসামার বাবা আব্দুল কাদের জানান, “বগুড়ার এক নারীকে তার স্বামী বিষপানে হত্যার চেষ্টা চালায়। পরে ওই নারী আদালতে মামলা করেন, আর সেই মামলায় রাজ স্বাক্ষী ছিলেন ওসামা। প্রতিশোধ নিতে জুয়েল শরীয়তপুর থেকে বগুড়ায় এসে ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে।”
পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

No comments