ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিতির নির্দেশ, সরকারি কলেজের অধ্যক্ষের নোটিশে বিতর্ক
স্টাফ রিপোর্টার, বগুড়া
সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, কলেজ কর্তৃপক্ষ নিজস্ব প্যাডে নোটিশ জারি করে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ওই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
নবগঠিত ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির উদ্যোগে বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এই সভা আয়োজন করা হয়। ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়। তবে বিষয়টি বিতর্কিত হয়ে ওঠে কলেজ অধ্যক্ষের স্বাক্ষরযুক্ত একটি নোটিশ ঘিরে।
মঙ্গলবার জারি হওয়া নোটিশে বলা হয়, ‘বুধবার সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।’ এতে অধ্যক্ষ মো. শওকত আলম মীরের স্বাক্ষর ছিল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব খান বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধ্যক্ষের এমন আচরণ অনভিপ্রেত। তার একক মতাদর্শ থাকতে পারে কিন্তু যে কাজটি করেছে তিনি সরকারি একজন কর্মকর্তা হয়ে কোনভাবেই কাজটি ঠিক করে নাই। আমরা চাই আমাদের বিদ্যাপীঠ যেন কোনভাবে এককভাবে কেউ গ্রাশ করতে না পারে। এই ঘটনাটি সঠিক তদন্তের দাবি জানান।
তবে এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক নিয়তি সরকার নিতু বলেন
একটা সরকারি কলেজের অফিসিয়াল প্যাডে এরকম একটি রাজনৈতিক দলের বিজ্ঞপ্তি দেওয়া যায় না। এমন কাজের আমরা নিন্দা জানাচ্ছি। প্রশাসনের এ রকম কার্যকলাপ গ্রহণযোগ্য নয়। যেখানে অধ্যক্ষ স্যার অন্যান্য ছাত্র সংগঠন গুলোর সঙ্গে ভালো করে কথাই বলতে চান না। সেখানে ছাত্র দলের কলেজ শাখা প্রোগ্রামের বিজ্ঞপ্তি উনি কি করে প্রচার করেন? একজন কলেজ অধ্যক্ষের এমন দ্বিচারিতা আশা করা যায় না।
এ বিষয়ে অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, ‘আমাকে না জানিয়ে অফিস সহকারী নোটিশটি টাইপ করে প্রচার করেছে। বিষয়টি জানার পরপরই তা প্রত্যাহার করা হয়েছে।’

No comments