বগুড়ায় অনুমোদনহীন ক্লিনিকে সেনাবাহিনী ও প্রশাসনের অভিযান
স্টাফ রিপোর্টার
বগুড়ায় অনুমোদনহীন একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে শহরের ইস্পাহানি সড়কে অবস্থিত জমজম ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল ফাহাদ।
প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে হাসপাতালটির ফ্রিজ থেকে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ এবং পশুর মাংস উদ্ধার করা হয়।
অভিযানে আরও দেখা যায়, অপারেশন থিয়েটারের অবস্থা নাজুক এবং ক্লিনিকটির কোনো বৈধ কাগজপত্র নেই। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, অনুমোদনহীনভাবে পরিচালনার দায়ে হাসপাতালের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

No comments