মাগুরায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, এলাকাজুড়ে চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার, মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. কমিরুল মোল্যা (৩০) নামে এক রাজমিস্ত্রিকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আব্দুল্লাহ। এ ঘটনায় কমিরুলের বড় ভাই মো. জমিরুল মোল্যা ছয়জনকে আসামি করে রবিবার (২২ জুন) মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ১৯ জুন দুপুরে উপজেলার রাড়ীখালী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। আহত কমিরুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের বেডে শুয়ে কমিরুল জানান, “গত ৫ আগস্ট সরকার পতনের পর আব্দুল্লাহর সঙ্গে নানা বিষয়ে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে ১৯ জুন দুপুরে রাড়ীখালী বাজার থেকে ঈদগাহ বাজারে যাওয়ার পথে আব্দুল্লাহ আমাকে কাটা বাঁশ ঝাড় থেকে কিছু বের করতে বলেন। সেখানে নিয়ে গিয়ে পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে, দেখি আমি হাসপাতালে শুয়ে আছি। এখন চোখে ঠিকমতো দেখতেও পারছি না।”
কমিরুলের মা ফরিদা বেগম জানান, “আমার ছেলেকে গলায় গামছা পেঁচিয়ে মেরে মাটিচাপা দিয়ে কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। স্থানীয় এক শিশু

No comments