ধুনটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় মাত্র ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটির মা থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর "মা" অভিযোগপত্রে উল্লেখ করেন, তার মেয়ে, ধুনট থানাধীন সোনাহাটা মাদ্রাসা অব দি আল কোরআনে কেজি শ্রেণিতে পড়ালেখা করে এবং নানার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
গত ২৫ জুন (বুধবার) সকাল ১১টার দিকে মাদ্রাসা ছুটি হলে শিশুটির খালা তাকে বাড়ি নিয়ে আসে। এরপর নানী শিশুটিকে গোসল করিয়ে খাওয়ানোর পর সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন।
দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শিশুটি প্রতিবন্ধী এক খেলার সাথীর সঙ্গে প্রতিবেশী মোঃ নুরুল ইসলাম (৩৫)-এর বাড়ির সামনে খেলছিল। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে নুরুল ইসলাম কৌশলে টিভি দেখানোর প্রলোভন দিয়ে শিশুটিকে নিজের ঘরের ভেতর ডেকে নেয়। এরপর শয়নঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুটির চিৎকারে তার নানী, নানা ও খালা ছুটে গিয়ে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে শিশুটির মা বিষয়টি জানতে পেরে থানায় এসে মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments