শিরোনাম

বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, জাহিদ হাসান:


বগুড়ার শাজাহানপুর থেকে অপহরণের শিকার এক কিশোরকে উদ্ধার করেছে র‍্যাব-১২ সিপিএসসি বগুড়া। এসময় মুক্তিপণ দাবির অভিযোগে জড়িত দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ২৭ জুন দুপুর ১২ টা ৩০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২৪ জুন ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ১৭ বছর বয়সী মোঃ নাজমুল হুদাকে জোরপূর্বক অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। 


এরপর তাকে বগুড়া জেলার শাজাহানপুর থানার শাকপালা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপহরণকারীরা নাজমুলের মোবাইল ফোন থেকে তার বাবা ও মাকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। মুক্তিপণ দিতে অপারগতা প্রকাশ করলে নাজমুলকে মারধরও করা হয়। একপর্যায়ে তার পরিবার বাধ্য হয়ে বিকাশে ৫ হাজার টাকা পাঠায়।


ঘটনার পরদিন, ২৫ জুন, ভিকটিমের পিতা আশুলিয়া থানায় একটি মিসিং জিডি (জিডি নম্বর-২২১৯) করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভিকটিমসহ অপহরণকারীরা শাকপালা ওভারব্রিজ এলাকায় অবস্থান করছে। 


এরপর ২৬ জুন দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে ভিকটিম নাজমুল হুদাকে উদ্ধার করেন এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুর থানার আশেকপুর মধ্যপাড়া এলাকার, মৃত লোকমান আলী'র ছেলে শাজাহান আলী (৬৫) ও বাদশা মিয়া জিহাদ প্রামানিক (২১)।


অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ৩টি সিমকার্ড এবং নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।


র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments