শিরোনাম

বগুড়ার শাখারিয়ায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র উদ্ধার: গ্রেফতার ৩

 

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর থানাধীন শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামে আজ (২৩ জুন) সন্ধ্যায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামের মধ্যে জমি ও রাজনৈতিক বিরোধের জেরে এখলাস গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে রাম দা, চা পাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে এখনো কাজ চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

No comments