ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠালেন হয়রানির শিকার সাংবাদিক
বগুড়া প্রতিনিধিঃ
আজকের বসুন্ধরা পত্রিকার রাজশাহী ব্যুরো চীফ ফয়সাল হোসাইন সনি’র পক্ষে তাঁর আইনজীবী মনিরুজ্জামান মনির আজ (২২ জুন ২০২৫) একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশ প্রেরণের কারণ—একজন ব্যাংক কর্মকর্তার মৌখিক ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ, যা সাংবাদিক ও পত্রিকার মানহানি করার উদ্দেশ্যে দেয়া হয়েছিল।
লিগ্যাল নোটিশে উল্লেখ রয়েছে, ১ জুন ২০২৫ তারিখে “‘ব্যাংক কর্মকর্তা করেন সুদের ব্যবসা, ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির অভিযোগ’” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি তৈরি করা হয় চারজন ভুক্তভোগীর স্বাক্ষরিত অভিযোগপত্রের ভিত্তিতে, যা নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের কাছে দাখিল করা হয় এবং একটি অনুলিপি সাংবাদিক সনির বগুড়া অফিসেও পাঠানো হয়।
সত্যনিরীক্ষার পর সাংবাদিক ফয়সাল হোসাইন সনি প্রতিবেদনটি প্রকাশ করেন। সংবাদটি প্রচারিত হওয়ার পরে (৪ জুন) উক্ত ব্যাংক কর্মকর্তা সাংবাদিক, পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠান। ওই নোটিশে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক অভিযোগের সত্যতা নান এবং তা লিখিতভাবে জানানো হয়েছে।
তবে সাংবাদিক সনি নিজে উপ-পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হন যে—বাংলাদেশ ব্যাংক থেকে এ ধরনের কোনো লিখিত বক্তব্য কখনো দেয়নি।
নোটিশে বলা হয়, “মিথ্যা তথ্য উপস্থাপন করে সাংবাদিক ও একটি প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকের মানহানি করা হয়েছে”—এটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ। এতে সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলেও লিগ্যাল নোটিশে উল্লেখ রয়েছে।
অতএব, উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ৩ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে “প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”—আইনজীবী এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

No comments