শিরোনাম

ক্যান্সারে আক্রান্ত তাসলিমার পাশে দাঁড়ালো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

 

শিপলু গাবতলি প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলার ক্যান্সারে আক্রান্ত ১২ বছরের শিশু তাসলিমা আক্তারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এই অসহায় পরিবারের কাছে।

গত ২০ জুন একটি মানবিক প্রতিবেদন—"মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার আক্রান্ত ১২ বছরের তাসলিমা"—প্রকাশের পর বিষয়টি বিএনপির হাইকমান্ডের নজরে আসে। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক বিবেচনায় দ্রুত সহায়তার নির্দেশ দেন।

তারই পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ তাসলিমার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় এম. আর. হাসান পলাশ বলেন,
"গাবতলীর অসহায় শিশুটির করুণ বাস্তবতা গণমাধ্যমে উঠে আসার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা অনুযায়ী দ্রুত এই সহায়তা পৌঁছে দিয়েছি।"

তিনি আরও জানান,
"তাসলিমার চিকিৎসা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা জেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গেও যোগাযোগ করেছি। প্রয়োজনে আমরা আরও পাশে থাকব।"

অর্থ সহায়তা পেয়ে তাসলিমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়,
"চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। তারেক রহমানসহ ছাত্রদলের প্রতি আমরা কৃতজ্ঞ।"

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. আর. ইসলাম রাখু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস. এম. রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক হাসানসহ স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাবতলীর বেতুয়াকান্দি গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া তাসলিমা আক্তার হাড়ের ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন, তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবারটি চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে।

No comments