শিরোনাম

বগুড়ার রাজারবাজারে মোবাইল কোর্ট অভিযান: ২,৬০০ কেজি ভেজাল মসলা জব্দ, সাড়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার রাজারবাজার এলাকায় ভেজালবিরোধী অভিযানে ২,৬০০ কেজি ভেজাল মসলা ও শুকনো ফল জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৫,৫০,০০০ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ

সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

অভিযান চলাকালে একটি গুদামে বিপুল পরিমাণ ভেজাল মসলা ও শুকনো ফল পাওয়া যায়। এছাড়া একটি দোকানে হলুদ গুঁড়ার সঙ্গে কৃত্রিম রঙ মিশিয়ে তা অতিরিক্ত রঙিন করার দৃশ্য হাতে-নাতে ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় গুদাম ও দোকান মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট কর্তৃক জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের সময় জব্দকৃত সকল ভেজাল পণ্য সেনা টহল দলের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এ সময় স্থানীয় এলাকাবাসী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে ভেজাল খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত প্রয়োজনীয়। তারা আরও জানান, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে অসাধু ব্যবসায়ীরা সতর্ক হবে এবং ভোক্তারা নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতে আশ্বস্ত হবেন।

No comments