শিরোনাম

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয় " বিএনপি'র নেতা ইসরাক হোসেন কে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন - সারজিস আলম

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির নেতা ইশরাক হোসেনকে উদ্দেশ করে প্রশ্ন রেখেছেন, “যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়?”

সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি বলেন, বিএনপি বারবার বলেছে যে বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। তাই সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার মাধ্যমে মেয়রের দায়িত্ব নেওয়া রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে।


তিনি লেখেন, “ইশরাক ভাইকে আমি চিনতাম একজন সাহসী রাজনীতিক হিসেবে, যিনি সত্যকে অকপটে স্বীকার করতে জানেন—even দলের অবস্থানের বাইরে গিয়েও। কিন্তু সাময়িক কিছু পাওয়ার আশায় অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারে এক কালো দাগ হয়ে থাকবে।”

সারজিস আরও বলেন, “রাজনৈতিক জনপ্রিয়তা অপরাধ বা অবৈধতার বৈধতা দেওয়ার হাতিয়ার হতে পারে না। ইশরাক হোসেনের মতো একজন আপোষহীন তরুণ নেতার কাছে এই ধরনের আচরণ মানায় না।”

পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ইশরাকের কর্মীদের ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ এবং অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এর দায় ইশরাক এড়াতে পারেন না।”


সারজিস বলেন, “যারা আগামী প্রজন্মের পথপ্রদর্শক হবেন বলে আমরা বিশ্বাস করি, তারা যদি অবৈধ নির্বাচনের বৈধতা দিতে নিজেদের ব্যবহার করেন, তবে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুতর দায় হয়ে থাকবে।”

ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত চার দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ তারা ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।

একইদিন দুপুরে নিজের ফেসবুক পেজে ইশরাক হোসেন লেখেন, “মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।”


প্রয়োজনে এ প্রতিবেদনটি আরও সংক্ষেপ বা সম্প্রসারিত আকারে তৈরি করে দিতে পারি। জানাবেন কীভাবে চান?


No comments