শিরোনাম

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার।


স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোজাহারুল ইসলাম


গ্রেপ্তাকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিকী (৪০), ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন (৪৫), নায়েব আলী (৪০) ও আবু সিদ্দিকী (৩৫)। তাদের সকলের বাড়ি ভাটগ্রামে। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 


নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃতরা ককটেল বিস্ফোরণ মামলার আসামি। রবিবার রাত তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments