শিরোনাম

বগুড়ায় সেনাবাহিনীর ব্লক রেইডে মাদক ও অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ১০

 

নিজস্ব প্রতিবেদক, বগুড়া |

বগুড়ার শহরের আলোচিত মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে গত রাতে মাদকবিরোধী ব্লক রেইড চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ মোট ১০ জনকে আটক করা হয়।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির নেতৃত্বে বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক বাড়িতে তল্লাশি চালান অর্ধশতাধিক সেনাসদস্য।

সেনাবাহিনী জানায়, অভিযানে ৩,০০০ বোতল বাংলা চোলাই মদ, ১৫০ গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, এবং চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দা সহ ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে তালা ভেঙে তল্লাশি চালিয়ে সেখান থেকেও মাদক উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মাদক ও অস্ত্র বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চলমান থাকবে। বগুড়ায় মাদক দমনে এটি ছিল সেনাবাহিনীর অন্যতম বড় ও সফল অভিযান।

No comments