জামায়াত-বিএনপিসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল
চ্যানেল টেন ডেস্কঃ
যশোর-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। আজ সকালেই মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে রিটার্নিং অফিসার তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিস সূত্র জানায়, মোসলেহ উদ্দিন ফরিদের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদনে প্রায় ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডের বকেয়া টাকা উল্লেখ রয়েছে। যদিও তিনি বকেয়া পরিশোধের প্রমাণপত্র দাখিল করেছেন, তবে তা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হওয়ায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি নির্বাচনী আপিল আদালতে আবেদন করার সুযোগ পাবেন। বকেয়া টাকা পরিশোধ করা থাকায় আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
একই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইসহকের দলীয় মনোনয়নপত্র না থাকায় তার প্রার্থিতাও বাতিল করা হয়েছে। পাশাপাশি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান এবং মনোনয়নপত্রে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী জহুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, যশোর-১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন এবং স্বতন্ত্র প্রার্থী হাসান জহির ও শাজাহান গোলদারের মনোনয়নপত্রের সঙ্গে জমাকৃত তথ্যাদি সংশোধনের জন্য নির্বাচন কমিশন আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।
No comments