শিরোনাম

লাতিন বাংলা কাপে বিতর্ক: আর্জেন্টিনার জার্সিতে খেলছে কারা?

লাতিন বাংলা কাপে বিতর্ক: আর্জেন্টিনার জার্সিতে খেলছে কারা?
চ্যালেন টেন ডেস্ক ঃ

 লাতিন বাংলা সুপার কাপে নিম্নমানের দল এনে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব বলে চালিয়ে দিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। আসলেই তারা পেশাদার ফুটবলার কি–না তা নিয়ে সংশয়ে বাংলাদেশ দলের কোচ। এমনকি যুক্তরাজ্য থেকে লাল-সবুজের হয়ে খেলতে আসা ক্যাসপার হকও সন্তুষ্ট নন এই আর্জেন্টিনার সঙ্গে খেলে। কেন এমন করা হলো–তা নিয়ে অস্পষ্ট জবাব আয়োজক আসাদুজ্জামানের।

আর্জেন্টিনাকে ১-১ গোলে আটকে দিয়েছে বাংলাদেশ। চমকে উঠার মতো খবর হলেও লাতিন বাংলা সুপার কাপে ঘটেছে এমন ঘটনাই। ভাগ্য নেহায়েত খারাপ না হলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ! এই রেজাল্টে অনেকের মনেই আশার সঞ্চার, আসলেই হয়তো উন্নতির পথে দেশের ফুটবল। কিন্তু আসল সত্যটা কি?

লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার অ্যাতলেটিকো শার্লনকে তৃতীয় বিভাগের ক্লাব বলে পরিচয় করিয়ে দেয়া হলেও বাংলাদেশে খেলতে আসা ফুটবলারদের সঙ্গে ক্লাবটির সংশ্লিষ্টতা নিয়ে আছে বড় প্রশ্ন। সেটা আরো পরিস্কার হয়ে যায় মাঠে তাদের পারফরমেন্স দেখে। তাই আর্জেন্টিনা নামধারী ক্লাবটির সঙ্গে ড্র করেও সন্তুষ্টি নেই লাল-সবুজ দলের ফুটবলার ও কোচের।

রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারের কোচ এসএম ইমরুল হাসান বলেন, 'আসলে সেটা মনে হয়নি (খেলোয়াড়দের মান বিশ্বচ্যাম্পিয়ন দেশের তৃতীয় স্তরের)। আসলে আমি তাদের সম্পর্কে বিস্তারিত জানি না। তো আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে, যখন কোন দুটি দলের সঙ্গে আমাদের খেলা হবে সে সম্পর্কে বিভিন্ন তথ্য নেয়ার চেষ্টা করেছি। আমি ব্রাজিলের দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি, আর্জেন্টিনা সম্পর্কে ততটা পাইনি।'

প্রবাসী ফুটবলার ক্যাসপার হক বলেন, 'আর্জেন্টিনার দল সম্পূর্ণ আলাদা রকমের। তারা খুবই ভালো দল। কিন্তু...আপনারা তো জানেনই দক্ষিণ আমেরিকার ফুটবল কতটা দারুণ।'

বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ন্যূনতম ধারণা না থাকলেও হঠাৎই একটি গোষ্ঠী লাতিন বাংলা সুপার কাপ নিয়ে ব্যাস্ত। এখানে অংশ নেয়া ব্রাজিল এবং আর্জেন্টিনা দল নিয়ে ঢোল পেটালেও প্রেক্ষাপট পুরোই বিপরীত। সব কিছু প্রকাশ্যে চলে আসায় বিষয়টি আড়াল করতে না পেরে এলমেলো জবাব সংশ্লিষ্টদের।

টুর্নামেন্টের আয়োজক আসাদুজ্জামান বলেন, 'প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর এভাবে যদি যেতে থাকেন, তাহলে দেখা যাবে এরা তৃতীয় স্তরের দল। তারপরও মনে হয় তৃতীয় স্তরের ওই মান হয়নি (আর্জেন্টিনা), আমরা যেটা ব্রাজিলের মধ্যে পেয়েছি। আমি একজন ব্যক্তি হিসেবে তো দল নির্বাচন করতে পারি না, তো আমি যখন একটা দললে তৃতীয় স্তর থেকে নিয়ে এসেছি, আমার মনে হয়েছিল তৃতীয় স্তরের টিম বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জন্য যথেষ্ঠ।'

শুধু পারফরমেন্সে নয়, ফুটবলারদের আচার আচরণেও ছিলো অপেশাদারিত্বের ছাপ। তাই অ্যাতলেটিকো শার্লনের বিপক্ষে ১-১ গোলের ড্রতেও আসলে সন্তুষ্টি খোঁজার কোন উপলক্ষ্য নেই।

 


No comments