রাণীশংকৈলে ডাব গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু
হাসিনুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (আজ) সকালে উপজেলার দক্ষিণ ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার শালবাড়ি কাঠালতলী গ্রামের বাসিন্দা রমজান আলী। তিনি পেশায় ডাবের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ ভান্ডারা এলাকায় একটি ডাব গাছে উঠে ডাব পাড়ার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন।তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
No comments