ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু করবে বিএনপি
তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে কৃষির উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তরুণদের প্রযুক্তি ও ভাষাগত জ্ঞান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি ভিডিও থেকে নেয়া
তরুণদের প্রযুক্তি ও ভাষাগত জ্ঞান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি ভিডিও থেকে নেয়া
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার হাতে নেয়া হবে। বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ফসলের ক্ষেতে সেচ নিশ্চিতের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, এক মাঠে তিন ফসল ফলানোর উদ্যোগ নেয়া হয়েছিল। বিএনপির আগামী দিনের পরিকল্পনায় ইতোমধ্যে বিষয়টি জায়গা পেয়েছে।
আরও পড়ুন: যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান তারেক রহমানের
এ সময় প্রবাসীদের জন্য বিএনপির নেয়া নানা উদ্যোগের কথাও জানান তিনি। বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে যাওয়া ও উপার্জনের পথ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা প্রবাসীদের স্বার্থরক্ষা এবং ভালো মানের কর্মী পাঠানোর বিষয়ে কাজ করবো।
আরও পড়ুন: আরও পড়ুন: মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস
তরুণদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, প্রযুক্তির জ্ঞান থাকলে তরুণরা অনেকবেশি আয় করতে পারবে। এছাড়া ভাষাগত জ্ঞান থাকলে তাদের কর্মসংস্থান ও আয়-উন্নতির সুযোগ আরও বাড়বে। বিএনপি এসব বিষয়ে কাজ করতে চায়। মানুষের জীবনমান উন্নত করতে নানা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।

No comments