শিরোনাম

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, থানায় অভিযোগ


বগুড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, থানায় অভিযোগ


স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীনের ছোট ভাই রিয়ন সরদারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাঁর নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে। এর আগে গত ৩০ নভেম্বর রাতে মৎস্য চাষী রিয়নের বড় ভাই নাজিমের ২টি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা।

মৎস্য চাষী রিয়ন সরকার জানান, কিছুদিন ধরে তিনি দেড় বিঘার একটি নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেন। রাতে কে বা কারা তাঁর পুকুরে বিষ দিলে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments