শিরোনাম

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র সংগ্রহ



মোঃ আওলাদ হোসেন 

দৌলতখান (ভোলা)ঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের কাছ থেকে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আল এমরান খোকন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, বিএনপি নেতা মোঃ আকবর হোসেন এবং বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভোলা-২ সংসদীয় আসনটি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।


No comments