নীলফামারী-২য়ে মনোনয়ন সংগ্রহ বিএনপি প্রার্থী রুবেলের, চার আসনে নিলেন আটজন
চ্যানেল টেন ডেস্কঃ
নীলফামারী-২(সদর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেলের হয়ে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১৮ডিসেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
প্রার্থীর হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। এ সময় ছিলেন যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলা প্রমুখ।
জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকার জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলার চারটি আসন থেকে আটজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে নীলফামারী-১য়ে ২জন, নীলফামারী-২য়ে ২জন, নীলফামারী-৩য়ে ১জন এবং নীলফামারী-৪য়ে তিনজন রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন
নীলফামারী-১য়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সাত্তার ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নীলফামারী-২ য়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বিএনপির এএইচএম সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৩য়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-৪য়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিয়াদ আরফান সরকার, মামুনুর রশিদ ও শাহরিয়ার ফেরদৌস।
No comments