নরসিংদী-৪ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা ছাইফুল্লাহ প্রধানের মনোনয়ন ফর্ম সংগ্রহ
মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ প্রধান আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময়ের মধ্যেই মনোহরদী উপজেলা নির্বাচন অফিসারের কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ প্রধান বলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনীতি করে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নরসিংদী-৪ আসনের মানুষ নানা বৈষম্য ও অবহেলার শিকার। জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন,
দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীন অবস্থানে রয়েছে। ন্যায় ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তবে তিনি সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ মনিরুজ্জামান বিএসসি.
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আযহার হুসাইন.উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর কাজী জহিরুল হক. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ শাহজালাল. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা উত্তরের সভাপতি হাফেজ আনোয়ার তৌহিদ পৌর সভসভাপতি মুহাম্মদ সাজিম মাহমুদ সহ অন্যান নেতৃবৃন্দ.
No comments