শিরোনাম

খুলনায় এনসিপির শ্রমিক নেতা গুলিবিদ্ধ



চ্যানেল টেন ডেস্কঃ

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় তার মাথা লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোতালেব নামের ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানে গুলি লেগেছে। পরবর্তীতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেয়া হয়েছে।


No comments