শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন সংগ্রহ




সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া ০৫ আসনে নবীনগরে উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিকে এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম নজুর পক্ষে আসন্ন সংসদীয় আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন স্থানিয় নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। 

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় গণঅধিকার পরিষদের জলবায়ু বিষয়ক সম্পাদক দুলাল আল মাইজ ভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোতালেব মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাদেক আহম্মেদ আকাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক সোহেল রানা রাফি, নবীনগর পৌর গণঅধিকার অধিকার পরিষদের সভাপতি এম এ কাসেম নিরব, সাধারণ সম্পাদক আজগর আলী রবিন, নবীগর উপজেলা যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি 

রাকিবুল হাসান রাসেল, সহ-সভাপতি মো. ফরিদ মিয়া, নবীনগর উপজেলা ছাত্র অধিকার উপজেলার আহবায়ক ইকরাম হোসেনসহ অন্যান্যরা। 

মেহেদী হাসান বলেন, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিকে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে নজরুল ইসলাম নজু ভাইয়ের পক্ষে আমরা আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। ইনশাল্লাহ, আমরা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করবো।

No comments