শিরোনাম

ফারহানার আসরুমিন ন জমিয়তকে দিল বিএনপি

্র

চ্যানেল টেন ডেস্ক ঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নমিনেশন পেলেন না বিএনপির রুমিন ফারহানা, নমিনেশন পেলেন জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব।

জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব গেজুর গাছ মার্কায় নির্বাচন করবেন। সেখানে ধানের শীষের কোনো প্রার্থী থাকবেন না।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামেরসঙ্গে চারটি আসনে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ

সব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২, যেখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনী সমঝোতার তথ্য জানানো হয়।

সমঝোতা অনুযায়ী, নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে নুর হোসেন কাসেমী, সিলেট-৫ আসনে ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সিদ্ধান্ত অপরিবর্তনীয়, যারা এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের সময়কে বাধাগ্রস্থ করতে একটি গোষ্ঠি নানা ষড়যন্ত্র করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা হয়েছে। আশা করি নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার আরো কার্যকরী পদক্ষেপ নেবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, যেসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না।

এরআগে, গত ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।

তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব।

সেদিন বিএনপির এই নেত্রী বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক।

নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় রুমিন ফারহানার নাম ছিল না। যদিও গত কয়েক মাস ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

No comments