কুলিয়ারচর থানা পরিদর্শনে কিশোরগঞ্জের পুলিশ সুপার
কিশোরগঞ্জ ঃ
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা পরিদর্শন করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) তিনি কুলিয়ারচর থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানা এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবার মান, জননিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের কার্যক্রম পরিচালিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
এ সময় তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন। সংশ্লিষ্ট বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য।”
পরিদর্শন শেষে তিনি কুলিয়ারচর থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও তৎপরভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
No comments