শিরোনাম

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে যানজট নিরসনে রাস্তার পাশে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে যানজট নিরসনে রাস্তার পাশে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত
নীলফামারীর প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা, ডোমার ও পঞ্চগড়ের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পয়েন্ট বাদিয়ার মোড় দীর্ঘদিন ধরেই অবৈধ দোকান, হকার, ফুটপাত দখল, ময়লা–আবর্জনা ও অগোছালো রিকশা স্ট্যান্ডের কারণে চলাচলে ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও  অস্বাস্থ্যকর পরিবেশ।

এই জটিল পরিস্থিতির সমাধানে নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম–এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ পিপিএম-সেবা–এর উদ্যোগে সওজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগ এবং বাজার কমিটির সমন্বয়ে বড় পরিসরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট, হকার স্টল ও এলোমেলোভাবে স্থাপিত রিকশা স্ট্যান্ড অপসারণ করা হয়।

যানজট নিরসন, পথচারীর নিরাপদ চলাচল, স্বাস্থ্য সুরক্ষা ও নগর ব্যবস্থাপনার উন্নয়নই ছিল অভিযানের মূল লক্ষ্য। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগর ব্যবস্থাপনা ও পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে

No comments