শিরোনাম

সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক


চ্যানেল টেন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে, দুপুর ১২টার কিছু আগে একে একে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীএর আগে গতকাল শনিবার ইসি সূত্র জানিয়েছিল, আজ দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন। এ সময় তাঁদের স্বাগত জানান ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

No comments