নরসিংদীর রায়পুরায় কৃতি নৌ কমান্ডো এনামুল হকের মৃত্যু
মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডো মোঃ এনামুল হক এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ২৫ বছর বয়সী এই কমান্ডো ২০১৮ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং আট বছরের কর্মজীবনে অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের নিদর্শন রেখে গেছেন।
গত ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, বানৌজা ডাইভিং বোট মাছরাঙা-তে সিরিমনিয়াল ব্রাও অনবোর্ডিং চলাকালে তিনি শিপ সাইড থেকে পড়ে গুরুতর আহত হন। পানিতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক CPR ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নৌবাহিনীর অ্যাম্বুলেন্সে বানৌজা পতেঙ্গায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকার সিএমএইচে এয়ারলিফট করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচাতে পারেননি।
এনামুল হক তার কর্মজীবনে নিজের কর্তব্যে অটল ছিলেন এবং দেশ ও জাতির প্রতি নিজের দায়িত্ব পালনে কখনও কোনো ত্রুটি করেননি। তার মৃত্যুতে রায়পুরাসহ নরসিংদী জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments