জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬–২০২৭) মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ারুল হক (অনু)।
কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বজলুর রশিদ পলু এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম শামস মতিন।
নবনির্বাচিত কমিটির পরিচালকরা হলেন— মোঃ আমিনুল বারী, এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, মোঃ আনিছুর রহমান লিটন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাহমুদুল হাসান মেহেদী, ডাঃ মাহবুব হাফিজ, জীবন কৃষ্ণ সরকার, মোঃ মাশেকুল আলম, মোঃ আনিছার রহমান, মোঃ ওবায়দুর রহমান, সাবরিনা আফরিন, মোঃ আব্দুল আলিম, মোঃ আবুল খায়ের প্রামানিক, মোঃ আমিনুর রহমান, মোঃ জালাল উদ্দিন রহমান (টিটু), মোঃ মতিয়ার রহমান বাধন, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ মইনুল হাসান রাসেল, মোঃ শাহিন মোস্তাক, মোঃ আব্দুল বাতেন, মোঃ আয়ুব ইসলাম ও মোঃ সোহেল রানা।
নবনির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল হক (অনু) বলেন, জয়পুরহাট জেলার ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন এবং একটি শক্তিশালী ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি চেম্বারের সকল সদস্য ও জেলার ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
No comments