মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে হোসেনপুরে ৫ বিএনপি প্রার্থীর পথসভা
কিশোরগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর, হোসেনপুর) আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত পাঁচ জন শক্তিশালী প্রার্থী একত্রিত হয়ে মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে হোসেনপুর পৌর সভার নতুন বাজার এলাকায় এক পথসভা করেছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই এই পাঁচজন প্রার্থী মনোনীত প্রার্থীর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। এই পথসভা তারই অংশ।
মনোনয়ন প্রত্যাশী এই পাঁচ নেতা পথে নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজেদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন:
মাসুদ হিলালী, সাবেক সংসদ সদস্য (এম.পি) ও সাবেক সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও সাবেক সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
রুহুল হোসাইন, সাবেক সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
এডভোকেট শরীফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, কিশোরগঞ্জ সদর উপজেলা ও সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি।
হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বঞ্চিত প্রার্থীরা অবিলম্বে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, ঘোষিত প্রার্থীর মনোনয়ন দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি অবিচার। তারা হুঁশিয়ারি দেন যে, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।
এ সময় ৫ জন নেতাই তাদের বক্তব্যে নিজেদের যোগ্যতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে মনোনয়ন পরিবর্তনের জন্য কেন্দ্রের প্রতি জোরালো দাবি পেশ করেন
.jpg)
No comments