শিরোনাম

মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে হোসেনপুরে ৫ বিএনপি প্রার্থীর পথসভা

 



মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে হোসেনপুরে ৫ বিএনপি প্রার্থীর পথসভা
মশিউর রহমান চন্দন 

​কিশোরগঞ্জ প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর, হোসেনপুর) আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত পাঁচ জন শক্তিশালী প্রার্থী একত্রিত হয়ে মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে হোসেনপুর পৌর সভার নতুন বাজার এলাকায় এক পথসভা করেছেন।

​মনোনয়ন ঘোষণার পর থেকেই এই পাঁচজন প্রার্থী মনোনীত প্রার্থীর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। এই পথসভা তারই অংশ।

​মনোনয়ন প্রত্যাশী এই পাঁচ নেতা পথে নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজেদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন:

​মাসুদ হিলালী, সাবেক সংসদ সদস্য (এম.পি) ও সাবেক সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি।

​বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও সাবেক সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।

​রুহুল হোসাইন, সাবেক সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।

​এডভোকেট শরীফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, কিশোরগঞ্জ সদর উপজেলা ও সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।

​খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি।

​হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বঞ্চিত প্রার্থীরা অবিলম্বে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, ঘোষিত প্রার্থীর মনোনয়ন দলের দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের প্রতি অবিচার। তারা হুঁশিয়ারি দেন যে, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।

​এ সময় ৫ জন নেতাই তাদের বক্তব্যে নিজেদের যোগ্যতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে মনোনয়ন পরিবর্তনের জন্য কেন্দ্রের প্রতি জোরালো দাবি পেশ করেন

No comments