শিরোনাম

মাদারীপুরের শিবচরে হিন্দু যুবক কর্তৃক এক শিশু ধর্ষণ

এসএম আলমগীর হোসাইন, মাদারীপুর প্রতিনিধিঃ

শিবচর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি স্কুল থেকে বাড়ির পথে যাওয়ার সময় অভিযুক্ত মিঠুন মজুমদার (২৫) তাকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে বিষয়টি মায়ের কাছে জানালেও প্রথমে তা বিশ্বাস করা হয়নি।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়ে  শারীরিক অবস্থা অস্বাভাবিক মনে হলে তার বাবা জিজ্ঞাসা করলে শিশুটি পুরো ঘটনার বর্ণনা দেয়। রাত ৮টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ঘটনাস্থলে গিয়ে মিঠুন মজুমদারকে গ্রেফতার করে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিক্ষা সম্পন্ন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

No comments