শিরোনাম

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়েরঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত আনুমানিক ৮টার দিকে পৌর শহরের কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু। এছাড়া পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলীসহ উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার ও সাংগঠনিক সম্পাদক আওলাদ অংশগ্রহণ করেন।

পৌর যুবদলের পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।

No comments