বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় টিকটক করাকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মারুফা (২৩) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী মুকুল মিয়া (৩১) কে অভিযুক্ত করা হয়েছে। মুকুল মিয়া ওই এলাকার শাজাহান প্রাং-এর ছেলে।
নিহত মারুফা বগুড়া সদর উপজেলার পীরগাছা নন্দীপাড়া এলাকার মাহাবুব আলমের কন্যা।
ঘটনার পর দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্ত স্বামী মুকুল মিয়াকে তার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র ইনচার্জ ইকবাল বাহার জানান, সোমবার (১৫ ডিসেম্বর) বগুড়া সদর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ডিবি তদন্ত শুরু করে এবং তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
No comments