শিরোনাম

পুকুরে মিললো ব্যাংকের ভোল্ট, তবে ছিলো না টাকা

 



নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে একটি পুকুর থেকে মিনি আয়রন ভোল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ভোল্টটি উদ্ধার করে থানায় যায় নীলফামারী থানার পুলিশ সদস্যরা। 

দুপুরে পুকুরে ভোল্ট দেখে কৌতুহল সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ এসে সেটি নিয়ে যায়।

এরআগে সোমবার মধ্যরাতে সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় থাকা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। 

ডাচ বাংলা ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ভোল্টটি আমাদের। গেল রাতে দুর্বৃত্তরা এটিএমে প্রবেশ করে ভেঙ্গে নিয়ে যায়। 

তবে ওই ভোল্টে কোন টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজ পত্র ছিলো সেখানে। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভোল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোন টাকা ছিলো বলে জানিয়েছে ব্যাংক কর্তৃৃপক্ষ। দুটি ডেভিট কার্ড ছিলো। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

No comments