এরশাদ উল্লাহ ও হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বিএনপি নেতা ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ও ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ উসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সোনালী ব্যাংক চত্তরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম শাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মোঃ শামচু মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহান, মহিলা নেত্রী মুক্তা খানম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ মহসিন মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফ সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বাটিকামারী, জলীরপাড়, দিগনগর সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
No comments