ঢাকায় পেঁয়াজের দামে তারতম্য, কোথাও কোথাও কমেছে কেজিতে ২০ টাকাও
চ্যানেল টেন ডেস্কঃ
চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে গতকাল (রোববার) পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে।
রাজধানীসহ সারা দেশের খুচরা বাজারে এখনো সেই তুলনায় দাম কমেনি। যদিও ঢাকার খুচরা বাজারে আজ কোথাও কোথাও কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা পর্যন্ত কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কোনো কোনো বাজারে এখনো ১৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুরোনো পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা দরে। মুগদা-মানিকনগর বাজারে দেখা গেছে, একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। তবে হাতিরপুলে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, অনেকেই বাড়তি দামে পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনেছেন। এগুলো বিক্রির পর কম দামে যারা পেঁয়াজ এনেছেন, তারাই কম দামে বিক্রি করতে পারছেন। সব বাজারে দাম কমতে দু’একদিন সময় লাগতে পারে।
এক সপ্তাহ আগে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, দেশের কৃষকদের কথা বিবেচনায় নিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়নি। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে তারা চাষের দিকে আর যাবেন না। এজন্য আমাদেরকে সবসময় কৃষকদের দিকে তাকাতে হবে।
তার বক্তব্যকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ২-৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে ১৫০ টাকায় নিয়ে যায়। তবে কৃষি মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতির দেওয়ার ঘোষণা আসায় দিনের ব্যবধানে পাইকারি বাজারে আবার ৪০ টাকা দাম কমেছে। এখন রাজধানীসহ সারা দেশের খুচরা বাজারে দাম কমার অপেক্ষা।

No comments