জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
মো: মাসুম রেজা, জয়পুরহাটঃ
জুলাই যোদ্ধা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. তারেক হোসেন জুয়েলের নেতৃত্বে মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর বর্বরোচিত হত্যাচেষ্টা দেশে বিরাজমান নৈরাজ্যের জঘন্য দৃষ্টান্ত। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, মতাদর্শগত ভিন্নতার কারণে এ ধরনের হামলা একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদী একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক–সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তিনি ঢাকা-৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণাও দেন। সাম্প্রতিক সময় বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার ভূমিকা ও কার্যক্রম জনসমক্ষে আলোচনায় আসে। সমাবেশে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments