মাছরাঙা টেলিভিশনের বিভ্রান্তিকর সংবাদে বান্দরবান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে,জামায়াতে ইসলামী’র প্রতিবাদ সংবাদ সম্মেলন
আবু তাহের মাসুম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) ঃ
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে শাহ নূরুদ্দিন দাখিল মাদ্রাসায় গত ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে মাছরাঙা টেলিভিশনে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়—মাদ্রাসার অভ্যন্তরীণ ওই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, অমূলক ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচেষ্টা।
জামায়াত নেতারা বলেন, ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ঘটনাটি ঘটে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।
তবুও মাছরাঙা টেলিভিশন তাদের সংবাদে মাদ্রাসার শিক্ষকের পরিচয় “জামায়াত নেতা” এবং মানববন্ধনে জামায়াত -শিবিরের হামলা বলে প্রচার করে। যা দায়িত্বজ্ঞানহীন ও তথ্যবহির্ভূত।
সংবাদ সম্মেলনে মাছরাঙার প্রচারিত সংবাদটি অবিলম্বে প্রত্যাহার ও সংশোধনের দাবি জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া কোনো রাজনৈতিক সংগঠনের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন না করার আহ্বান জানানো হয়।

No comments