শিরোনাম

হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৩০ হাজার টাকা চাঁদা, নারীসহ আটক ৪


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ায় শিবগঞ্জে হানি ট্র্যাপের  ফাঁদে ফেলে এক সিএনজি চালককে জিম্মি করে ৩০ হাজার টাকা চাঁদা নেয় একটি চক্র এ অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।  

শনিবার (২০ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার  বানাইল এলাকার একটি বাড়ি থেকে শিবগঞ্জ থানার  পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় জিম্মি হওয়া এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া সাব্বির হোসেনের স্ত্রী  রিনা খাতুন (২৫), একই এলাকার মৃত বাবলু প্রাং ছেলে আরিফুল ইসলাম (২৭), লোকমান আলী মোল্লার ছেলে জোবায়েত ইসলাম (২২), মৃত সেকেন্দার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৪) আটক সকলের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বানাইল পশ্চিমপাড়া এলাকায়।

ভুক্তভোগী জানান, বগুড়া দত্তবাড়ি থেকে সিএনজি রিজার্ভ করে শিবগঞ্জ আসবে বলে একটি মহিলা সিএনজি রিজার্ভ করে নিয়ে আসেন। পরে শিবগঞ্জের বানাইল এলাকায় পৌঁছালে মহিলা বাড়ির ভিতর গিয়ে তার বোনকে ডাকেন এবং বলেন ব্যাগটা অনেক ভারি যদি বাসার মধ্যে এগিয়ে দিতেন ভালো হতো। এই বলে আমি যখন ব্যাগটি বাড়ির ভিতরে নেই। সেই সময় দরজা বন্ধ করে দিয়ে পাশের ঘর থেকে ওতপেতে থাকা তিনজন ছেলে এসে আমাকে প্রাননাশের হুমকি প্রদান করে বলে যে গেঞ্জি খোল। তার পর ছবি উঠিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এবং বাসায় ফোন দিতে বলে যে রাস্তায় এক্সিডেন্ট হয়েছে টাকা লাগবে বলে জীবন বাঁচানোর তাগিদে আমি বাসা থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তাদেরকে দেয়। পরে তারা টাকা পেয়ে আমাকে ছেড়ে দেয় এবং এই বিষয় কাউকে যেন না বলি।

পরবর্তীতে এঘটনায় শিবগঞ্জ থানাকে অবগত করলে তাদের একটি টিম নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় এক নারীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম  জানান, গ্রেফতার ব্যক্তিরা হানি ট্রাপের চক্রের সদস্য। নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে  এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments