শিরোনাম

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার



নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান 

নরসিংদী জেলা প্রতিনিধি 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নরসিংদীর রায়পুরা উপজেলায় সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরসিংদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ রায়পুরা উপজেলা। এখানে সন্ত্রাসীদের আধিপত্য রয়েছে এবং তাদের হাতে অবৈধ অস্ত্র আছে। বর্তমানে টেঁটা অস্ত্রের মতো ব্যবহার করা হচ্ছে। এদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই যৌথ অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, ২০১৯ সালের ২৪ জুলাই নরসিংদী জেলা কারাগার পুড়িয়ে দেয়া হলে কয়েদীরা পালিয়ে যায় এবং অস্ত্র লুটের ঘটনা ঘটে। এরপর থেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক পলাতক কয়েদীকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা জানান, বর্তমানে কারাগারে থাকা বন্দিদের মধ্যে অধিকাংশই মাদক মামলার আসামি। মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মান আরও উন্নত করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে তিনি নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পরে জেলা কারাগার পরিদর্শন করেন।

No comments