শিরোনাম

হোমনায় ফেনসিডিল, ইয়াবা ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ ৪ জন গ্রেপ্তার

 


তানভীর ইসলাম আলিফ

হোমনা (কুমিল্লা) ঃ

কুমিল্লার হোমনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হোমনা থানার সাধারণ ডায়রী নং-১০০১ (তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫) এর ভিত্তিতে জানা যায়, ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ৫ মিনিটে হোমনা সেনা ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—

১) মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০),

২) নুরুজ্জামান ওরফে বাবু (২৬),

৩) আনিছ (৩৯) এবং

৪) সুমন (৪০)

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে মেহেদী মাহমুদ ওরফে পিয়ারের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। নুরুজ্জামান ও আনিছের কাছ থেকে পৃথকভাবে ৯ পিস করে ইয়াবা ট্যাবলেট এবং সুমনের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সবমিলিয়ে যৌথবাহিনী ৪ বোতল ফেনসিডিল (৪০০ মিলিলিটার), ২৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২.৬ গ্রাম) এবং নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করে।

এ ঘটনায় হোমনা থানায় মামলা নং-১১, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৪(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

No comments