বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মোছাঃ সাবিকুন নাহার (৪৩) নামে এক টেইলার্স কর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত প্রায় নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম পোর্ট এলাকার হোন্দল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, ৩–৪ দিন আগে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তিনি ওই ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন।
এলাকাবাসী জানান, রাতে তার কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান তিনি নড়াচড়া করছেন না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, আমরা জানতে পেরে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অসুস্থতার কারণে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
No comments