শিরোনাম

গোয়ালঘর ভেঙে গরু চুরি: দীর্ঘ অনুসন্ধানের পর গাবতলীতে গাভী উদ্ধার, আটক ২

আহসান হাবিব শিবলু, গাবতলীঃ

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হকের দিকনির্দেশনায় দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে চুরি হওয়ার ৩ মাস ১৭ দিন পর বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি দেশি জাতের গাভী উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ হযরত আলী (৫৫) এবং মোঃ আশিকুর রহমান (২২)। উভয়ের বাড়ি পাররানীর পাড়া, মহিষাবান, গাবতলী, বগুড়া।

এজাহারে বাদী মোছাঃ তানজিলা বেগম (২৩) উল্লেখ করেন, গত ২ আগস্ট রাত ১০টা থেকে পরদিন ৩ আগস্ট ভোর ৪টার মধ্যে বটিয়াভাংগা গ্রামে তাদের গোয়ালঘরের তালা কেটে তাঁর লাল-সাদা রংয়ের দেশি জাতের গাভীটি চুরি হয়। ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির গেট বাইরে থেকে আটকানো এবং গোয়ালঘরের তালা কাটা অবস্থায় পড়ে আছে। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুটির কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় এজাহার দায়ের করেন।

থানায় মামলা রজুর পর গাবতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে অনুসন্ধান চালিয়ে অবশেষে চুরি যাওয়া গাভীটি উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলা রজু শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি সেরাজুল হক বলেন, “চুরি হওয়ার দীর্ঘদিন পরও আমরা গরুটি উদ্ধার করতে পেরেছি। চোরচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

No comments