শিরোনাম

বগুড়ায় ইজিবাইক চালক হত্যা, ২ আসামী গ্রেফতার, আলামত ও ইজিবাইক উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী সুলতানগঞ্জ মহাসড়ক থেকে ৫০ গজ উত্তর পাশে মৃত বাদশা চেয়ারম্যানের বাড়ির সামনে সুলতানগঞ্জ হাইস্কুল পুরনো রাস্তার ধারে টুতবাগান সংলগ্ন ইটের প্রাচীরের পাশে বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ।

সেই হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে শাজাহানপুর থানা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে জেলার ধুনট উপজেলা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।

বে মামলা তদন্তের স্বার্থে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোন বক্তব্য দেয়নি পুলিশ।

নিহত ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন মোফা বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে।

No comments