শিরোনাম

বগুড়ায় ছেলের লাঠির আঘাতে পিতা খুন, ঘাতক ছেলে আটক

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার কাহালুতে সৎ ছেলের লাঠির আঘাতে মিলন (৩৫) ওরফে ‘টাইগার মিলন’ হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাহালু পৌরসভার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার আমজাদ আলীর ছেলে। হত্যার পরপরই ঘাতক সৎ ছেলে শামিম (২১)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে পিতাকে হত্যা করেছে—তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন এবং ৭–৮ দিন আগে বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

No comments