শিরোনাম

বগুড়ায় ধানা ক্ষেতে মিললো ব্যবসায়ীর লাশ








বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় নিজ বাড়ির সামনে ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে নূনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তাকুকদার পাড়ায় স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন বলে জানা গেছে। নিহত জহুরুল ইসলাম জেলার কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নেয় বগুড়া সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ভোরে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে এলাকায় আগে থেকেই বিভিন্ন আলোচনা ছিল। তবে তারা কেউই প্রকাশ্যে কিছু বলতে চাননি।

বগুড়া সদর সার্কেল মোস্তফা মঞ্জুর বলেন, “এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা হবে।” লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

No comments