ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু
শিবচর মাদারিপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় সাঈদ শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে উপজেলার আতাদী গ্রামের রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদ ওই গ্রামের মিরাজ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে সাঈদ হেডফোনে কথা বলতে বলতে রেলব্রিজ পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস দ্রুতগতিতে পৌঁছে গেলে তিনি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
স্থানীয়রা জানান, হেডফোনে মনোযোগ থাকার কারণে ট্রেনের শব্দ তিনি টের পাননি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments