শিরোনাম

কক্সবাজারে অস্ত্র ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার

 





কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার শহরের কলাতলীতে অভিযান চালিয়ে কামরুল হাসান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানের সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) ও নগদ ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে কামরুল হাসানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামরুল হাসান কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলীর বাসিন্দা হাসান আলী মেম্বারের পুত্র।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments