গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভুট্টো মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চারজনসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামের তিনমাথা এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ভুট্টো মিয়াকে হত্যা করে পালিয়ে যায় আসামিরা।
ঘটনার পরদিন ১০ নভেম্বর নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ প্রথমে এজাহারনামীয় ১ নম্বর আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। অন্য আসামিরা আত্মগোপনে চলে গেলে পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করে।
পুলিশের ধারাবাহিক অভিযানে সোমবার (১৮ নভেম্বর) ঢাকা জেলার আশুলিয়া থানার পূর্ব চালা দুর্গাপুর এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় আরও চারজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন— লিমন ইসলাম (২০), রিবেল ওরফে রুবেল মিয়া (২২), কৌশিক ইসলাম (২৪), লিখন ইসলাম (২৪)। পুলিশ জানিয়েছে, এরা সবাই সরাসরি ভুট্টো মিয়া হত্যাকাণ্ডে অংশ নেয়।
এছাড়াও এনআই অ্যাক্টে সাজাপ্রাপ্ত আসামি মহিষাবান ইউনিয়নের জাহিদ রাসেল মণ্ডল (৪৫) ও পৃথক তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনজুর ওরফে মঞ্জু আলম (৪০)–কেও গ্রেপ্তার করা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন—“অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক, পুলিশ তাকে খুঁজে বের করবে। গাবতলীতে অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।” তিনি আরও জানান, সব আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং অপরাধ দমনে তিনি নাগরিকদের সহযোগিতা করতে অপরাধীদের বিষয়ে তথ্য দিতে অনুরোধও জানান।
No comments