শিরোনাম

‎বরগুনায় রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে শো প্রদর্শন

 




‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি 

‎ বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাব 'বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫'-এ শো প্রদর্শন করে। 

শনিবার (১ নভেম্বর) বরগুনা সার্কিট হাউজ মাঠে শেষ হয় দুদিনব্যাপী এই মহাকাশ ক্যাম্প। 

বরগুনায় আয়োজিত মহাকাশ শো'তে রাবি সায়েন্স ক্লাবের চার সদস্যের একটি প্রতিনিধি দল যায় যার নেতৃত্বে ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমান। এছাড়াও দলের অন্যান্য সদস্য হিসেবে ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ এবং ক্লাবটির সদস্য মোহাম্মদ সোহান তানভীর।

‎বিজ্ঞানের বিস্ময়কর বাস্তব প্রয়োগ তুলে ধরতে আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকদের মধ্যে সৃষ্টি হয় গভীর আগ্রহ ও কৌতূহল। তারা দর্শকদের সামনে 'লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’ এর মতো আকর্ষণীয় ১০টিরও অধিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন। প্রতিটি প্রদর্শনীর পর অনুষ্ঠিত তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

‎অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “রাবি সায়েন্স ক্লাবের এই সায়েন্স শো ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। আমরা বইয়ের পাতায় যে বিজ্ঞান দেখি, আজ সেটার জীবন্ত রূপ দেখলাম।”

‎‎ উল্লেখ্য, প্রায় এক হাজারেরও অধিক শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক সায়েন্স শো প্রদর্শনে উপস্থিত ছিলেন।

No comments